নিত্যপণ্যের বাজারে অস্থিরতায় সিন্ডিকেটের চক্রান্ত দেখছেন ইনু

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা, বাজার সিন্ডিকেটের একটা চক্রান্ত আছে। এটা আমরা সবাই স্বীকার করেছি।’
ইনু
বক্তব্য রাখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা, বাজার সিন্ডিকেটের একটা চক্রান্ত আছে। এটা আমরা সবাই স্বীকার করেছি।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীও সিন্ডিকেটকে শক্ত হাতে দমন করার পদক্ষেপ নিচ্ছেন।'

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'বাজার সিন্ডিকেট দমন করার কোনো বিকল্প নেই। আমরা চাই, মানুষ হাসি মুখে যেন ভোটকেন্দ্রে যেতে পারে।'

Comments