‘পঞ্চগড়ের সাম্প্রদায়িক সংঘর্ষ সরকারের অপরাজনীতির কৌশল’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

পঞ্চগড়ে গত ২ মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এ ধরনের ঘটনার পেছনে ক্ষমতাসীন সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতাই দায়ী বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার দেওয়া বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িকে সম্প্রীতি বহুকাল থেকেই বিরাজমান। আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার এবং ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসকগোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে, যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশলমাত্র। দেশ ও দেশের বাইরের সব গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে।'

গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago