শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাবন্ধব নেত্রী: কামরুল

কামরুল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষাবন্ধব নেত্রী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, 'পৃথিবীর কোনো দেশে বছরের প্রথম দিন এ রকম বিনামূল্যে বই দেওয়া হয় না; ৩৬-৩৭ কোটি বই কোনো দেশে দেওয়া হয় না। প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে তাদের উপবৃত্তি দেওয়া হয়। মায়েদের মোবাইল ফোনে ১০০ টাকা চলে যায়। এটা শেখ হাসিনার অবদান।'

আজ শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, 'আগের মুর্খ সরকারগুলো তথ্যপ্রযুক্তি ব্যবহার করা শেখায়নি। তথ্যপ্রযুক্তি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এটা আগের সরকারগুলো চিন্তাও করেনি।'

শিক্ষার্থী উদ্দেশে তিনি বলেন, 'শেখ হাসিনা চিন্তা করেছেন বলে আজকে তোমরা সুযোগ-সুবিধাগুলো পাচ্ছো।'

তিনি প্রশ্ন করেন, 'তোমরা কম্পিউটার চালাও? মোবাইলে গেম খেলতে পারো? ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কোন বছর মারা গেছেন কম্পিউটারে গুগল করে বলে দিতে পারবে না?'

'এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান', বলেন কামরুল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আজকে যারা মিথ্যা কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, খারাপ খারাপ কথা বলে; আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, ইউটিউবসহ সব জায়গায় মিথ্যা কথা ছড়ায় যে, বইয়ের মধ্যে খারাপ জিনিস আছে, বইয়ের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা আছে; দেশের বিরুদ্ধে-রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ নাকি একেবারে ধ্বংস করে ফেলছে শেখ হাসিনা—এসব মিথ্যা কথা যারা বলে তাদেরকে ঘৃণা করতে হবে।'

'আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কিছু করেছেন আমাদের জন্য, দেশটাকে আজকে এভাবে উন্নতি করেছেন। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার বিরুদ্ধে, তোমাদের অর্জনের বিরুদ্ধে, তোমাদের এত সুযোগ-সুবিধার বিরুদ্ধে যারা মিথ্যাচার করে তাদের ঘৃণা করতে হবে,' বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে কামরুল আরও বলেন, 'যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা মিথ্যা কথা বলে, যারা দেশকে ধ্বংস করতে চায়—তারা ২০১৪ সালে আগুন সন্ত্রাস করেছিল, মানুষ পুড়িয়ে মেরেছিল, স্কুল পুড়িয়েছিল, আমার ছোট্ট সোনামণিদের পর্যন্ত পুড়িয়ে মেরেছে। ওদেরকে আমরা ঘৃণা করবো। ওরা যাতে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে তার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে ঘৃণা করবো, প্রতিরোধ করবো।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

59m ago