যুগপৎ আন্দোলনের লিয়াজোঁ কমিটি গঠন বিএনপির

বিএনপি

যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ৭ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।

লিয়াজোঁ কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সোমবার দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো একযোগে আন্দোলন করছে।

এ আন্দোলন সমন্বয় করতে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন-দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু এবং যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি।

 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago