আওয়ামী লীগের সম্মেলনে আসেনি বিএনপি
আওয়ামী লীগের আমন্ত্রণে শরিক দলগুলোর নেতারা দলটির ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন। অন্যান্য দলের নেতারা অংশ নিলেও বিএনপি এতে অংশ নেয়নি।
বিএনপির বলেছে, আজ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি ৩ জন জ্যেষ্ঠ নেতা—দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পূর্বঘোষিত যুগপৎ গণমিছিলে অংশ নিতে খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে, ড. আব্দুল মঈন খান খুলনায় এবং নজরুল ইসলাম খান কুমিল্লায় গেছেন।
গত ২২ ডিসেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, 'ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা ও মহানগরে (ঢাকা ব্যাতিত) গণ-মিছিল অনুষ্ঠিত হবে।'
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে অংশ নেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তরীক্বত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজভাণ্ডারী, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম), জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাসদ সভাপতি রেজাউর রশিদ খান, ন্যাপ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়াসহ অনেকে।
Comments