স্বাধীনতা বিরোধীরা বিজয় দিবসের উদযাপন নস্যাতে চক্রান্ত করছে: কাদের

আজ শুক্রবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধীরা মহান বিজয় দিবসের উদযাপনকে নস্যাৎ করতে এখনো চক্রান্ত করছে ।

আজ শুক্রবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

তিনি বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারাই মহান বিজয় দিবসের উদযাপন নস্যাৎ করার জন্য এখনো চক্রান্ত করছে।

ওবায়দুল কাদের বলেন, বিজয়কে এখনো সুসংহত করতে পারিনি। বরং বিজয়কে নস্যাৎ করতে তারা (বিএনপি) অপতৎপরতা চালাচ্ছে। এই অশুভ শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে প্রতিহত করবো। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হবে এই অপশক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করা।

এর আগে, ভোর সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।

Comments

The Daily Star  | English

Delaying elections lead to public concerns: Fakhrul

Criticising the chief adviser's recent suggestion to lower the voting age to 17, Fakhrul said the move would put the Election Commission (EC) on pressure.

1h ago