যুব মহিলা লীগের সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন।

শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখবেন। এদিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হিতে শুরু করেন।

যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে এসেছেন মাজেদা খাতুন। তিনি জানান, দীর্ঘ ৫ বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় খুবই আনন্দিত বোধ করছেন।

মাজেদা বলেন, 'আমরা প্রায় ৩০০ নেতাকর্মী গোয়ালন্দ থেকে এসেছি। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখবো ভেবে আনন্দ হচ্ছে। আশা করি, সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী আগামীতে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।'

পটুয়াখালীর রাশেদা আক্তার বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছেন, দেশকে উন্নয়নশীল দেশের কাতারে তুলেছেন। সম্মেলনকে সামনে রেখে আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করেছি।'

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago