শিগগির দেশ মেরামতের রূপরেখা দেওয়া হবে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকারকে বিদায় করতে হবে।'
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকারকে বিদায় করতে হবে।'

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, 'শহীদ বুদ্ধিজীবীরা যেভাবে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, সেই স্বাধীনতার মূলমন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা। বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।'

'সেটা বাস্তবায়ন করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য আমরা সারাদেশের মানুষ প্রস্তুত,' বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, 'আমরা শুরুতে ১০ দফা প্রণয়ন করেছি। আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুষ্ঠু-নিরপেক্ষ সবার অংশগ্রহণে নির্বাচনে জনগণের যে সরকার হবে, সেই সরকারে যদি জনগণ বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে নির্বাচিত করে তাহলে দেশ আমরা কীভাবে মেরামত করব, তার রূপরেখা অচিরেই জনগণ ও জাতির সামনে উপস্থাপন করব।'

'যত ষড়যন্ত্র থাকুক, এই সরকারের সময় শেষ' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তাই সাহস করে সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের সেই সাহস, বুদ্ধিজীবীদের সেই সাহস ধারণ করে আমরা দেশকে মুক্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ করি- আজকের বুদ্ধিজীবী দিবসে এটাই হোক আমাদের শপথ।'

'১৯৭২-৭৫ সাল পর্যন্ত এবং গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড করেছে' উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, 'আমরা ১০ বিভাগীয় সমাবেশে দেখেছি, জনগণ পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধবংস করেছে, বিচার বিভাগকে ধবংস করেছে, সমাজকে কলুষিত করেছে, তারা এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে না।'

'জনগন এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন কারা করছে? ইতিহাস দেখেন, বাকশালের হাত থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'এরশাদের সময়ে এ দেশে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরতন্ত্র হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মাধ্যমে এ দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বিএনপি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক সব শক্তির দায়িত্ব এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা এবং জনগণ যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের সূচনা করা। এই পরিবর্তন না করতে পারলে বাংলাদেশের মেরামত সম্ভব নয়।'

এর আগে বুধবার সকালে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

51m ago