২৪ ডিসেম্বর গণমিছিল করবে না বিএনপি

বিএনপির এমপিদের পদত্যাগ

আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। 

তবে একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ঢাকায় মিছিল না করতে অনুরোধ করেছেন। 

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি।'

'সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে,' বলেন তিনি। 

 

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago