বিশৃঙ্খলা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না: শিল্পমন্ত্রী

বিএনপিকে ছাড় দেওয়া হবে না
নরসিংদীর বেলাবতে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: সংগৃহীত

বিএনপির উদ্দেশ্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু, বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার নরসিংদীর বেলাবতে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমাদের রাজনীতি ঐক্যের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, মানুষের জন্য রাজনীতি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেব, দেশকে এগিয়ে নিয়ে যাব। মানুষের শান্তির জন্য কাজ করব। কিন্তু, আপনারা (বিএনপি) তার ব্যতিক্রম করলে দেশের মানুষের আপনাদের ছাড় দেবে না।'

তিনি আরও বলেন, 'বর্তমান সরকারের হাতে ধরে দুর্বার গতিতে উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে আবার ও আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করার অনুরোধ জানাই।'

'বেলাব হবে সমগ্র দেশর মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা। শতশত মানুষের কর্মসংস্থান হবে নারায়ণপুরের বিসিক শিল্প নগরীতে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

48m ago