রাজশাহীতে বিএনপির সমাবেশ: শহরজুড়ে অবস্থানের ঘোষণা আ. লীগের
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঘোষণা দিয়েছেন, বিএনপির ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তারা আজ বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং ৩ ডিসেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন।
আজ শহরের কুমারপাড়া এলাকায় রাজশাহী সিটি আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আগামী ৩ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যদি কোনো ধরনের অরাজকতা ও নাশকতার চেষ্টা করে, তাহলে তাদেরকে স্থানীয়ভাবেই প্রতিহত করা হবে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা দেবে না। তবে তারা অরাজকতা যাতে সৃষ্টি করতে না পারে, তা পর্যবেক্ষণ করতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া হবে।'
তবে, কোন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেবেন সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
লিটন বলেন, 'সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার। কিন্তু সমাবেশের নামে যদি তারা অরাজকতার সৃষ্টি করে, দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হয় কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যার সৃষ্টি করে, তাহলে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'
তিনি আরও বলেন, 'বিএনপি বলছে, দেশে নিরাপত্তা নেই, আইন-কানুন নেই, রিজার্ভ নেই, ব্যাংক থেকে টাকা তুলে নিতে মানুষকে প্রলুব্ধ করছে। এসব কর্মকাণ্ড দেশবিরোধী।'
বিএনপি আবারও জামাত-শিবিরের সহযোগিতায় নাশকতার রাজনীতিতে মেতে ওঠার পরিকল্পনা করেছে উল্লেখ করে তিনি বলেন, 'ঘোষণা দিয়ে না হলেও জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপির এই সমাবেশে ওতপ্রোতভাবে জড়িত আছে। তাদের উপস্থিতি আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি।'
'বিএনপি অতীতে যেমন জামায়াত-শিবিরকে নিয়ে পেট্রোল বোমা-আগুন সন্ত্রাসের রাজনীতি করেছে, আবারও তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতার রাজনীতির পরিকল্পনা করেছে', যোগ করেন তিনি।
Comments