‘পৃথিবীর কোন দেশে নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করা হয়?’

শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, 'পৃথিবীর কোন দেশে নির্বাচনের আগের রাতে অনুগত প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করা হয়?'

'পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে?' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে এ কথা বলেন তিনি।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের রানীগাঁও এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির এই নেতা। তখন তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, 'আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা জবর দখলে রাখতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণদাবী উপেক্ষা করছে।'

তিনি আরও বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল, অবরোধের নামে জ্বালাও-পোড়াওকারী আওয়ামী নেতারা এখন ক্ষমতার নেশায় প্রলাপ বকছে।'

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি জনগণের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগের কারণে জনগণ দুঃখ, দুর্দশার মধ্যে আছে। জনগণের জান-মাল আজ বিপন্ন। মানুষ দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন।'

একগুঁয়েমি পরিহার করে গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান । অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তিনি উল্লেখ করেন।

হাজী মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

6h ago