থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ

থাইল্যান্ডে চিকিৎসা : দেশে ফিরেছেন রওশন এরশাদ
রওশন এরশাদ। ছবি: ফাইল ফটো

থাইল্যান্ডে প্রায় ৫ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের উড়োজাহাজে ঢাকায় ফেরেন তিনি।

রওশন এরশাদকে বরণ করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে জাতীয় পার্টির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন।

তার দেশে ফেরা উপলক্ষে রওশন গ্রুপের নেতা-কর্মীরা শোডাউনের প্রস্তুতি নিয়েছেন।

আজ সকাল থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির রওশনপন্থি নেতা-কর্মীরা।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now