মৌলভীবাজারকে বিচ্ছিন্নের চেষ্টা চলছে, দাবি বিএনপি নেতাদের

সিলেটে বিএনপির সমাবেশ
সমাবেশর আগে প্রস্তুতি সভায় বিএনপির নেতা-কর্মীরা, গতকালের ছবি। ছবি: স্টার

সিলেটে বিএনপির সমাবেশের আগে মৌলভীবাজারে ২ দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছে, মৌলভীবাজার থেকে নেতা-কর্মীরা যেন সিলেট যেতে না পারেন সে কারণে সিলেট থেকে মৌলভীবাজারকে বিচ্ছিন্নের চেষ্টা করা হচ্ছে। 

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেটের সমাবেশে লাখো নেতাকর্মী সমাগমের প্রত্যাশা করছে বিএনপি। প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে। কিন্তু সমাবেশের আগে সিলেটে কোনো ধর্মঘট না থাকলেও মৌলভীবাজারে ২ দিনব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) ধর্মঘটের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'সিলেটে বিএনপির গণসমাবেশের আগে এগুলো ক্ষমতাসীন সরকারের কারসাজি। আমাদের নেতাকর্মীরা এসব ধর্মঘট তোয়াক্কা করেন না। এরইমধ্যে মৌলভীবাজার থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। আমিও এখন সমাবেশস্থলে আছি। আমাদের জেলার জন্য প্যান্ডেল প্রস্তুত করছি।'

পরিবহন বন্ধ করে কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি নেতা-কর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে আসবেন। এই ধর্মঘটকে আমরা পাত্তা দিচ্ছি না। দেশের অন্যান্য স্থানেও সরকারের মদদে বিএনপির সমাবেশ নস্যাৎ করতে ধর্মঘট ডাকা হয়েছিল। কিন্তু লাখো মানুষের স্রোত ঠেকানো যায়নি, সিলেটেও সম্ভব হবে না।'

এদিকে, মৌলভীবাজারে ২ দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

বুধবার বিকেলে শহরের বেরিরপাড়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপ, চাঁদনীঘাট বাস মালিক সমিতি, শ্রীমঙ্গল-শমসেরনগর বাস মালিক সমিতি, বড়লেখা মোটর বাস মালিক সমিতি, জুড়ী মোটর বাস মালিক সমিতি এবং মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ, সিএনজিচালিত অটোরিকশার সামনে গ্রিল লাগানো, ব্যাটারিচালিত টমটমের অবৈধ চলাচল বন্ধ, ট্রাক-ট্যাংক লরি, পিকআপ ও কাভার্ড ভ্যানে চাঁদাবাজি, পুলিশি হয়রানি বন্ধ, মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছে।

বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এই প্রতিবেদককে বলেন, 'মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের সম্মিলিত সিদ্ধান্তে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।'

তিনি বলেন, 'মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের কিছু দাবি দীর্ঘদিন ধরে পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এ ধর্মঘট ডাকা হয়েছে।'

আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। 

 
 

Comments

The Daily Star  | English

Commercial banks’ lending to govt jumps 60%

With the central bank halting direct financing by printing new notes, the government also has no option but to turn to commercial banks to meet its fiscal needs.

10h ago