‘পুতুল’ পরিবহন মালিক নেতাদের ব্যবহার করে সরকার পরিবহন ধর্মঘট দিয়েছে: বিএনপি
আগামীকাল শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এ সমাবেশে দেশবাসী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এ কারণে সরকার সমাবেশ বানচালের ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন সমাবেশের সমন্বয়ক ও বিএনপির সহ-সভাপতি এ জেড এম জাহিদ।
আজ শুক্রবার বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এ সময় এ জেড এম জাহিদ বলেন, 'সরকার পরিবহন ধর্মঘট ডাকার জন্য পরিবহন মালিকদের পুতুল নেতাদের ব্যবহার করেছে। পুতুল পরিবহন মালিকরা একটি নির্বোধ ইস্যুতে ধর্মঘট আরোপ করেছে।'
তিনি বলেন, '৩৬ ঘণ্টার ধর্মঘট পালনের পর তাদের দাবি পূরণ হবে বলে মনে করছেন পরিবহন মালিক নেতারা। আসলে কি তাই হবে?'
তিনি আরও বলেন, 'তাদের দাবি ছিল মহাসড়কে ৩ চাকার যানবাহন বন্ধ করা। বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার তার সিদ্ধান্ত বাসচালকদের ব্যবহার করে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু, এটা জনগণের চরম দুর্ভোগের কারণ। আওয়ামী লীগের দুঃশাসনের জন্য যারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তারা যে কোনো উপায়ে সমাবেশে যোগ দেবেন।'
'কিন্তু রংপুর বিভাগের সব জেলার মানুষ এখন সমাবেশে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। গত ৩ দিনে রংপুরে অনেক মানুষ এসেছেন,' যোগ করেন তিনি।
এ জেড এম জাহিদ বলেন, 'তারা পায়ে হেঁটে, গরুর গাড়িতে চড়ে, বাইকে যেভাবে পারবে এখানে আসবে। রোববার সকালের মধ্যেই রংপুরের কালেক্টরেট মাঠের মাঠ বিশাল গণজমায়েতে ভরে যাবে।'
'তবে বৃহস্পতিবার থেকে পুলিশের ভূমিকা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়,' বলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছ থেকে হয়রানির অনেক রিপোর্ট পাচ্ছি বিভিন্ন জেলার নেতাকর্মীদের কাছ থেকে।'
বিলবোর্ড থেকে সমাবেশের ফেস্টুন অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, 'সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিএনপি বিলবোর্ড ৩ দিনের জন্য ভাড়া নিলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিলবোর্ড থেকে বিএনপির ব্যানার অপসারণের দাবি জানিয়েছেন।'
'বিএনপি সব সময় বাক স্বাধীনতায় বিশ্বাসী' উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বিলবোর্ড থেকে ব্যানার সরিয়ে ফেলেছি। ভাড়া করা বিলবোর্ডে সাঁটানো ব্যানারের সঙ্গে বিএনপির কোনো নেতা জড়িত নয়,' বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, বিএনপি যুগ্ম-মহাসচিব হারুন উর রশিদ প্রমুখ।
Comments