চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের বাধা, আহত অন্তত ২০

পুলিশ ঘটনাস্থল থেকে ১০ নেতাকর্মীকে আটক করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে  পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৪ পুলিশ সদস্য এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এ ঘটনা ঘটে।

মিছিলে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। 
পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
  
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের সদস্যসচিব জমির উদ্দীন মানিকসহ ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।'

আহতরা নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। 

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ অন্তত ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'অনুমতি ছাড়াই মিছিল বের করায় পুলিশ বাধা দেয়। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে ৪ পুলিশ সদস্য আহত হয়।'

'এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

1h ago