এবার বরিশালে বিএনপির সমাবেশের আগে বাস ধর্মঘটের হুঁশিয়ারি
বরিশালে বিএনপির সমাবেশের আগে দুই দিন বাস ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধ করা না হলে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘট পালন করবে বাস মালিকদের সংগঠন বরিশাল বাস মালিক গ্রুপ।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় জনসমাবেশ হওয়ার কথা আছে। এর আগে ময়মনসিংহ ও খুলনায় বিএনপির জনসমাবেশের আগেও একই কায়দায় পরিবহন ধর্মঘট করা হয়। বিএনপির নেতারা বলছেন, জনসমাবেশ বাধাগ্রস্ত করতে ধর্মঘট করাচ্ছে সরকার। তবে সরকার অভিযোগ অস্বীকার করে বলছে, সমাবেশে বাধা নয় বরং সহযোগিতা করা হচ্ছে।
বরিশালের বাস মালিক গ্রুপ গত ২৪ অক্টোবর বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়ে ধর্মঘট পালনের কথা জানিয়েছে। চিঠিতে তারা বলেছে, ৩ নভেম্বরের মধ্যে মহাসড়ক থেকে থ্রি হুইলার, নসিমন-করিমনসহ অন্যান্য অবৈধ যান বন্ধ না হলে পরের দুই দিন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লা রুটের বাস বন্ধ রাখা হবে।
Comments