বিএনপি নেতা-কর্মীদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
খুলনায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বিএনপির একাধিক নেতা-কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, খুলনার পাইকগাছা থেকে ২০টি ট্রলারে করে সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতে আসতেছিলেন তারা। গড়ইখালী ইউনিয়নে পৌঁছালে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম কেরুর নেতৃত্বে ২টি ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলার ২টির হ্যান্ডেল এবং ট্রলারে থাকা প্রায় ৭০ কেজির মতো খাবার কেড়ে নেওয়া হয়।
সেই ট্রলার ২টিতে ছিলেন আসরাফুল মিস্ত্রি ও মোমেন মিস্ত্রি। তাদের বাড়ি পাইকগাছার উত্তর আমিরপুরে।
আসরাফুল মিস্ত্রি ডেইলি স্টারকে বলেন, 'আমরা শুক্রবার রওনা দিয়েছি, শনিবারও থাকতে হবে। প্রায় ২ দিনের জন্য আমরা খাবার নিয়ে এসেছিলাম। কারণ, আমাদের ভয় ছিল যে আশেপাশে কোথাও হোটেল পাব না। ২টি ট্রলারে প্রায় ৭০ কেজির মতো চাল, ডাল, মাংস ছিল। গড়ইখালী ইউনিয়নে পৌঁছালে কেরু চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সব খাবার ও ট্রলারের হ্যান্ডেল আটকে রাখা হয়।'
তিনি বলেন, 'অন্য ট্রলারে আসার সময় পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং আমাকে এক পর্যায়ে আটক করতে চায়। আমি কোনো রকমে পালিয়ে এসেছি।'
আজ শনিবার সকাল ৭টায় খুলনায় পৌঁছেছেন আসরাফুল।
মোমেন মিস্ত্রির অভিযোগ, তাকে কেরু চেয়ারম্যানের লোকজন মারধর করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে গড়ইখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম কেরু ডেইলি স্টারকে বলেন, 'আমি এসব করিনি। কারা করেছে, তা আমার জানা নেই।'
Comments