কুমিল্লায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ওপর হামলা
নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন। স্থানীয় আ. লীগ নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ বিএনপির।
আজ শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম।
তিনি বলেন, 'হামলার পরে স্থানীয় ভুঁইয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি ঢাকায় ফিরে যান।'
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বরকত উল্লাহ বুলু, বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সহ ৫ জন আহত হয়েছেন। নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে বিপুলাসার বাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন বরকত উল্লাহ বুলু। তখন এ হামলার ঘটনা ঘটে।'
তিনি অভিযোগ করেন, স্থানীয় আ. লীগ নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।
তবে, অভিযোগের বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments