নোয়াখালীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫

নোয়াখালী সংঘর্ষ
সোমবার বিকেলে সেনবাগের ডুমুরুয়া ইউনিয়নের গাজিরহাট মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের গাজিরহাট মোড়ে এ ঘটনা ঘটে। 

এতে ৭ বছর বয়সী এক শিশু এবং ২ পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়।

হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়, ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই পক্ষকে ধাওয়া দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে।

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ইটভাটা মাঠে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপি নেতাকর্মীদের বাঁধা দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।'

তিনি বলেন, 'সভা চলাকালে ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন কাননের নেতৃত্বে একদল সরকার দলীয় নেতাকর্মী পাথর ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করলে, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির ১৫-১৬ জন নেতাকর্মী আহত হন।'

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  আবদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু বিএনপির কর্মীদের ধাওয়া খেয়ে তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়।'

জানতে চাইলে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডুমুরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন কানন দ্য ডেইলি স্টারকে বলেন, '২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ডুমুরুয়া ইউনিয়নের চৌমোড়ে প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশ শেষে আমার নেতৃত্বে গাজিরহাট মোড় থেকে এক বিক্ষোভ মিছিল গাজিরহাট বাজার প্রদক্ষিণ করে। এক পর্যায়ে আমাদের মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।'

'হামলাকারীরা গাজিরহাট মোড়ের বেশ কয়েকটি দোকানপাট এবং ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। তাদের হামলায় আমাদের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ বছরের শিশু বৈশাখীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে,' বলেন তিনি। 

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, 'হামলা ও সংঘর্ষের ঘটনায় ২ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে।'

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নামে ব্যাপক সহিংসতা ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, কয়েকটি বাড়িতে হামলা এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে।'

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago