বরিশালে হরতালের সমর্থনে বাম জোটের সড়ক অবরোধ-বিক্ষোভ

ছবি: স্টার

জ্বালানি তেল, ইউরিয়া সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের অংশ হিসেবে বরিশালে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের সদস্যরা। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হরতাল পালন করতে দেখা গেছে। 

এ সময় বাম গণতান্ত্রিক ফ্রন্টের সদস্যরা শহরের কাকলির মোড়, সদর রোড, নাজির পোল ও লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে।

ছবি: স্টার

এ সময় নগরিতে ব্যাটারিচালিত অটোরিকশাসহ কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেখা যায়নি। অল্প কিছু রিকশা চলাচল করেছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। 

হরতালের সমর্থনে আজ সকাল থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সদস্যরা মিছিল বের করে। 

এ ছাড়া দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট পুলিশ মোতায়েন দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

14h ago