পদ্মা সেতুতে প্রতিদিন ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হয়েছে: সেতুমন্ত্রী

পদ্মা সেতু। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

গত এক বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হয়েছে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'আজ বিকেল পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় ৮০০ কোটি হবে আশা করছি।'

আজ রোববার সকাল ১১টায় পদ্মাসেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, 'গত এক বছরে ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। দৈনিক গড়ে ১৫ হাজার যানবাহন এ সেতু দিয়ে চলছে, যা ছিল আমাদের অনুমানের থেকেও বেশি।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'সরকারের নিকট হতে সেতু নির্মাণ ব্যয়ের অর্থ বিবিএ ঋণ হিসেবে নিয়েছে। এ ঋণের টাকা ধাপে ধাপে সরকারি কোষাগারে ফেরত দিচ্ছে বিবিএ। এরই মাঝে সদ্য সমাপ্ত অর্থ বছরে চারটি কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রথম দুটি কিস্তি বাবদ প্রায় ৩ শত ১৬ কোটি ৯১ লাখ এবং ৩য় ও ৪র্থ কিস্তি বাবদ প্রায় ৩ শত ১৬ কোটি ৩ লাখ টাকাসহ সর্বমোট প্রায় ৬ শত ৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। চুক্তি অনুযায়ী, ৩৫ বছরের মধ্যেই বিবিএ সম্পূর্ণ অর্থ সরকারকে ফেরত দেওয়ার কথা রয়েছে।'

'পদ্মাসেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh condemns attack on Agartala Bangladesh High mission

Dhaka slams 'heinous attack' on its Agartala mission

The government of Bangladesh today said it “deeply resents” the “violent demonstration and attack” by a large group of protesters of the Hindu Sangharsh Samity of Agartala on the premises of the Assistant High Commission of Bangladesh in Agartala...The Ministry of Foreign Affairs, in

2h ago