পদ্মা সেতুতে লেন না মানায় ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় নিয়ম ভঙ্গ করায় ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় নিয়ম ভঙ্গ করায় ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেলগুলোকে জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বলেন, 'পদ্মা সেতুর মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে বিভিন্ন সময়ে ৯টি মোটরসাইকেল চালক পাশের মূল লেনে উঠে পড়ে। এ সময় তাদের গতিরোধ করে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। পরে নিয়ম ভঙ্গ করার দায়ে প্রত্যেক চালককে ৩ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।'

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago