আগামী ৪-৫ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুব ক্রুশিয়াল: প্রেস সচিব

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ৪-৫ দিন খুব ক্রুশিয়াল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'আগামী ৫-৬ দিনে বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি। এই কয়েকটা দিন খুব ক্রুশিয়াল।'

তিনি বলেন, 'লন্ডনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে সময়সীমা ঘোষণা করা হয়েছে তা একদিনেরও বেশি দেরি হবে না।'

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে কাজ চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, 'আগামী ৪-৫ দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ক্রুশিয়াল সময়। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে, জুলাই সনদ নিয়ে কাজ হচ্ছে।'

'তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে (নির্বাচন)। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়...কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না,' যোগ করেন তিনি।

শফিকুল আলম বলেন, 'আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। 

Comments