চলে গেলেন মাইলস্টোন কলেজের মাসুমাও

গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ফাইল ছবি: প্রবীর দাশ/ স্টার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় স্কুলের অফিস সহকারী মাসুমা (৩৮) মারা যান বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল মাসুমার। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) মারা যায়। জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. শাওন জানান, ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছে ৩৮ জন। যাদের মধ্যে তিনজন এখনো আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায়  মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে।

মাসুমার স্বামী মো. সেলিম জানান, মাইলস্টোন স্কুলের আয়ার কাজ করতেন তার স্ত্রী। তাদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। এক ছেলে এক মেয়েকে নিয়ে তুরাগ নয়ানগর এলাকায় থাকতেন এই দম্পতি।

Comments