হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে হাসপাতাল ছাড়েন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিকেল চেকআপের জন্য রাত ১টা ১৮ মিনিটে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর তিনি ১টা ৪৮ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান।
দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, খালেদা জিয়া প্রায় ৪০ মিনিট সেখানে কাটিয়ে ভোর ২টা ২৬ মিনিটের দিকে হাসপাতাল ত্যাগ করেন।
তাকে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানান শায়রুল কবির।
Comments