‘ইফতারের আগে লাইফবয় টাইম’

চকবাজারের ইফতার বিক্রেতারা হাইজিন বজায় রেখে ইফতার বিক্রি করছেন। ছবি: সংগৃহীত

রমজানে খাবার আগে হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা ও হাত ধোয়ার সঙ্গে সঙ্গে জীবাণু থেকে সুরক্ষিত রাখতে 'ইফতারের আগে লাইফবয় টাইম' ক্যাম্পেইন শুরু করেছে দেশের লিডিং ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ব্র্যান্ড লাইফবয়।

রমজানে ইফতার বাজারগুলোতে থাকে হাজার মানুষের সমাগম। আর চকবাজারের ইফতারের কথা সবার মুখে মুখে। প্রতি রমজানেই চকবাজারে বাহারি ইফতারের পসরা বসে। ঢাকার বাইরের দূর-দূরান্ত থেকেও মানুষ আসে এই ইফতার বাজারে। হাজারো মানুষের সমাগমে ফুড সেফটি ও হাইজিন নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই এই বিষয়টি নিয়ে কাজ করছে লাইফবয়।

গত বছর থেকে শুরু করা এই ক্যাম্পেইন এবারও চলছে।

লাইফবয় ঘরের সঙ্গে ঘরের বাইরেও হাইজিন বজায় রাখতে কাজ করে যাচ্ছে। জীবাণু থেকে সুরক্ষিত থাকতে চকবাজারের প্রতিটি গলির প্রতিটি দোকান সেজে উঠেছে লাইফবয় ব্র্যান্ডের ছাতা, অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ডওয়াশের মতো হাইজিন ইকুইপমেন্টে।

ফলে চকবাজারের ক্রেতারা পাচ্ছেন আগের থেকে আরও স্বাস্থ্যসম্মত ইফতার। এই ক্যাম্পেইনের কারণে ভ্রাম্যমান দোকানগুলোর চেহারাও বদলে গেছে। কেবল বিক্রেতাদেরই নয়, ক্রেতাদেরও ইফতারে হাইজিন নিয়ে সচেতনতা এসেছে।

ঈদ ও রমজানের মতো উৎসবের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তাই লাইফবয় 'ইফতারের আগে লাইফবয় টাইম' ক্যাম্পেইনের মাধ্যমে জনসাধারণকে ইফতার ও অন্যান্য খাবার খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সচেতন করছে। লাইফবয় আশাবাদী, শুধু রমজানে নয়, সারা বছরই এই হাত ধোয়ার অভ্যাস বজায় থাকবে।

এর আগেও ২০২৩ সালে লাইফবয় একটি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের নানা প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যবিধি প্রচার করে। শুধু তাই নয়, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলেছে। ব্র্যান্ডটি নিজ উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়েও কাজ করছে। এর আওতায় ব্র্যান্ডটি পাঁচ লাখ হ্যান্ডওয়াশ স্যাশে বিতরণ করেছে, দিয়েছে 'বাইলোভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার' মেশিন এবং দেশের নানান অঞ্চলে প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের ডাক্তারি সেবা।

এই ক্যাম্পেইনের আয়োজকরা মনে করেন, দেশের সব মানুষ হাত ধোয়া ও জীবাণু সম্পর্কে সচেতন হলেই এই ক্যাম্পেইন সফল হবে। এরসঙ্গে জীবাণুর মাধ্যমে ছড়ানো রোগব্যাধির সংক্রমণ কমে আসবে বলে তাদের ধারণা।

ইউনিলিভার ব্র্যান্ড টিম রমজানের এই ক্যাম্পেইনের পাশাপাশি জীবাণু সম্পর্কে সচেতনতা গড়তে বছর জুড়ে আরও নতুন নতুন ক্যাম্পেইন নিয়ে আসবে বলে জানান।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago