‘আশ্বস্ত করছি সবসময় আপনাদের পাশে থাকব’ গণঅভ্যুত্থানে আহতদের উদ্দেশে সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। আশ্বস্ত করছি আমরা সবসময় আপনাদের পাশে থাকব।

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে আজকেও কিছু কিছু করে আমরা দেবো।'

তিনি বলেন, 'আমাদের বিজনেস এন্টারপ্রেনার, ব্যাংকারসরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি।'

সেনাপ্রধান আরও বলেন, 'তাছাড়া ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সে অর্থ আপনার কাছে পৌঁছাবে। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছে। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি।'

'আমরা এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জনের বেশি আহতের চিকিৎসা আমরা দিয়েছি। এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য,' যোগ করেন তিনি।

জেনারেল ওয়াকার বলেন, 'আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান, জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই আশ্বাস দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।'

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। 

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

15m ago