স্বাধীনতা পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়: বদরুদ্দীন উমর

বদরুদ্দীন উমর। ফাইল ছবি

গবেষক, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর জানিয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেলেও তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, আজ বিকেলে সরকারের উচ্চ পর্যায়ের সূত্রে জানা যায়, বদরুদ্দীন উমরসহ আটজন পাচ্ছেন এ বছরের স্বাধীনতা পুরস্কার।

পরে রাতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের পাঠানো বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, '১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলির কোনোটি গ্রহণ করিনি।'

'এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

13m ago