শপথ নিলেন পিএসসির নবনিয়োগপ্রাপ্ত সদস্যরা

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসপি) নিয়োগ পাওয়া নতুন সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
আজ রোববার সকালে তারা শপথ নেন বলে পিএসসির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক নবনিয়োগপ্রাপ্ত সদস্য ড. মো. শরীফ হোসেন, ড. ফেরদৌস আরফিনা ওসমান, ডা. এটিএম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, ড. শাহনাজ সরকার এবং শাব্বির আহ্মদ চৌধুরীকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় আজ সকাল ১১টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments