২০২৪ সালে বিশ্বে ৩৬১ সাংবাদিক কারাবন্দী, বাংলাদেশে ৪: সিপিজে

বাংলাদেশ ও ভারতের তুলনায় আফগানিস্তানে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা কম।

২০২৪ সালে বাংলাদেশে মোট চারজন সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে।

সাংবাদিকদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আজ শুক্রবার ২০২৪ সালের জেল শুমারি প্রকাশ করে।

তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আটক এই চার সাংবাদিককেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক হিসেবে দেখা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে এসব আটকের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, 'যেসব সাংবাদিকের প্রতিবেদনকে হাসিনাপন্থী হিসেবে দেখা হয়েছে, তাদের অনেকেই পরে অপরাধমূলক তদন্তের লক্ষ্যবস্তু হয়েছেন।'

কারাবন্দী সাংবাদিকদের সংখ্যার ভিত্তিতে সিপিজের করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৪তম স্থানে রয়েছে। তিন কারাবন্দী সাংবাদিক নিয়ে ভারত আছে ১৫তম স্থানে।

২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের তুলনায় আফগানিস্তানে কম সংখ্যক সাংবাদিক কারাবন্দী হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৩৬১ জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন। এর মধ্যে সর্বাধিক সাংবাদিক আটকের রেকর্ড চীনের, সেখানে ৫০ জনকে আটক করা হয়েছে। এরপরই আছে ইসরায়েল, দেশটিকে আটক আছেন ৪৩ জন। ইসরায়েলের আটক করা সব সাংবাদিকই ফিলিস্তিনি।

গ্রেপ্তার সাংবাদিকদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

এছাড়া, ৫৪ জন সাংবাদিককে ১০ বছরের বেশি এবং ৫৫ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজনীতি নিয়ে প্রতিবেদনের দায়িত্বে থাকা সাংবাদিক বা প্রতিবেদকরাই সবচেয়ে বেশি আটক হয়েছেন বলে জানায় সিপিজে।

Comments

The Daily Star  | English

Touhid, Jaishankar for working on bilateral challenges

Border-related issues to be discussed, resolved during BGB-BSF talks in Delhi

5h ago