সংরক্ষিত নারী আসন ১০০, সরাসরি নির্বাচনের সুপারিশ

ছবি: পিআইডি

সংসদের এক-চতুর্থাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

পাশাপাশি কমিশন সংসদের আসন সংখ্যা ১০০ বাড়িয়ে ৪০০-তে উন্নীত করার সুপারিশও করেছে।

আজ বুধবার জাতীয় সংসদ চত্বরে সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশগুলো উত্থাপন করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে ৫০টি। তবে এই আসনগুলোতে সরাসরি নির্বাচন হয় না। সংসদ নির্বাচনে অর্জিত আসন সংখ্যার অনুপাত অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক নারী প্রার্থীকে আসন প্রদান করে রাজনৈতিক দলগুলো।

সমালোচকরা বলে থাকেন, এ ক্ষেত্রে জনসমর্থনের বদলে নিজের রাজনৈতিক দলের প্রতি আনুকূল্যের ওপর একজন প্রার্থীর ভাগ্য নির্ভর করে। যে কারণে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা প্রকৃত ক্ষমতায়ন থেকে বঞ্চিত হন এবং তাদের প্রতিনিধিত্ব প্রতীকী হিসেবেই সীমাবদ্ধ থাকে।

সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, এসব সংরক্ষিত আসনের জন্য নারী প্রার্থীদের নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে।

৪০০ আসনের মধ্যে নারীদের জন্য নির্ধারিত ১০০ আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের বিধান করারও সুপারিশ করেছে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনেও নারীদের জন্য আসন সংরক্ষিত রাখার এবং সেখানেও ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

4,813 bodies of migrant workers arrived in Bangladesh in 2024

The number is a record high, reveals statistics from Wage Earners’ Welfare Board

1h ago