লন্ডনে যেতে পারলেন না নিপুণ, বিমানবন্দর থেকে ফেরানো হলো

অভিনেত্রী নিপুণ। ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ ফ্লাইটে তার যুক্তরাজ্যের রওনা হওয়ার কথা ছিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর-ই-বাহার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল সোয়া ১০টার ফ্লাইটে অভিনেত্রী নিপুণের লন্ডনে যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে বোর্ড করতে দেওয়া হয়নি।'

'তাকে আটক করা হয়নি, আপত্তির কথা জানানো হয়েছে। এরপর তিনি তার মতো ফিরে গেছেন,' বলেন মোস্তফা।

Comments

The Daily Star  | English

Mohammadpur alarmed over muggings even in daylight

On Saturday, a 17-year-old college student was mugged near Dhaka State College on Nurjahan Road around 4:15 pm

11m ago