ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালে আমাদের কিছু করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।  

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমিও সংবাদপত্র থেকে জানতে পেরেছি বিষয়টি। আমাদের এ ক্ষেত্রে কী করার আছে।'

প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতে শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কোন সুনির্দিষ্ট আইন নেই।

এদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া কূটনৈতিক বার্তার জবাবের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি।'

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে দুই মামলায় ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট বিভাগ।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago