রাখাইন সংঘাতের সম্ভাব্য আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা এই সংঘাত এবং এর কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করা আমাদের জন্য অগ্রাধিকার।

তিনি বলেন, বার্মায় নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার উদারতা দেখিয়েছে।

মিলার বলেন, 'রোহিঙ্গা ও বার্মা থেকে আশ্রয় নেওয়া অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে সহায়তায় আমরা বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব।'

আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে। সেখান থেকে ২০১৭ সালে সামরিক অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল।

আরাকান আর্মি ও মিয়ানমার জান্তার মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে এ বছরের জুলাই থেকে এ পর্যন্ত আরও প্রায় ৬০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এদিকে শুনানি ও জামিন ছাড়া ৬০ দিনের বেশি সময় ধরে ৩০ জনের বেশি সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, 'আমরা বাংলাদেশের বিগত সরকারকে স্পষ্ট করে বলেছিলাম, আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা উচিত, গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং আইনের শাসন ও সংবাদমাধ্যমের প্রতি সম্মান দেখিয়ে এ ধরনের মামলা মোকাবিলা করা উচিত।'

Comments