পূর্বাচলের লেকে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত
পূর্বাচলের লেকে আজ মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।
সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচল ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার লেকটিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর।
লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, নিহত কিশোরীর মা মরদেহটি শনাক্ত করেছেন।
তিনি বলেন, 'নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।'
পরিবারের সদস্যদের বরাতে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মেয়েটি সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। কিশোরীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
ওসি জানান, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
Comments