ঢাকা-গাজীপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
ঢাকা-গাজীপুর রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে।
এছাড়া, ঢাকা-গুলিস্তান রুটে ১০টি বিআরটিসি বাস চালু করা হয়েছে। বাসগুলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মিত বিআরটি অবকাঠামো ব্যবহার করবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান আজ গাজীপুরে এসব কর্মসূচির উদ্বোধন করেন।
সড়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে ডেইলি স্টারকে বলেন, গাজীপুরের শিববাড়ি এলাকায় বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করার পর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়।
Comments