খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে বার্তা, আটক ১

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

আজ শনিবার রাতে এই ঘটনা ঘটে।

স্ক্রিনে স্ক্রল হতে থাকে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে'। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনতা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, 'ব্যাপারটি জানার পরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত স্ক্রিনটি বন্ধ করে। ঘটনায় জড়িত সন্দেহে আসলাম হোসেন সেন্টু নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

রেলওয়ে খুলনা জোনের ট্রাফিক ইনস্পেকটর হিমাংশু চৌধুরী বলেন, 'ডিজিটাল স্ক্রিনে বার্তা প্রদর্শনের প্রযুক্তি হালনাগাদ করা হয়েছে। আগে এটি তার দিয়ে সংযুক্ত ছিল। এখন ওয়াইফাই ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা হয়।'

'ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত এই পরিবর্তনের সুযোগ নিয়ে হ্যাকাররা আপত্তিকর বার্তা প্রচার করতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Ritu Porna Chakma scored a spectacular brace to guide Bangladesh to the verge of a maiden Asian Cup berth as Bangladesh beat favourites Myanmar 2-1 in their second qualification fixture of Group C at the Thuwunna Stadium in Yangon on Wednesday.

25m ago