ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, সমতার ভিত্তিতে ভালো সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান-সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

আজ শনিবার সকালে নরসিংদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মৌলিক সংস্কার ও সেই সংস্কারের পথ থেকে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সে রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালীন সময়ে দেশের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে।'

'যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে, তাদের কিছু দাবি-দাওয়া আছে, তারা সংস্কার চায়, সংস্কারের দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে। সবকিছু একদিনে সংস্কার করা সম্ভব নয়। সংস্কার করতে সময় লাগবে। সময় আমাদের দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাব', বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আগামী ১০ বছর বা তারপর শিক্ষার্থীদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয়, জীবন দিতে না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কাজ করতে হবে।'

নরসিংদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে সেসময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআইয়ের অ্যাডভাইজর মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

3h ago