রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন, তাহলে ৫৩ বছরেও হয়নি কেন: উপদেষ্টা রিজওয়ানা

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল, তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

তিনি বলেন, 'রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে।'

আজ শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনর্প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রিজওয়ানা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে এই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না।

রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেওয়ার আহ্বান জানান রিজওয়ানা।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, 'রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন?'

শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, 'শিগগিরই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। এটি শব্দদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে।'

প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে। শিগগিরই আইনটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

34m ago