‘তথ্য অসামঞ্জস্যপূর্ণ, উৎপাদন বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এই প্রতিষ্ঠানগুলো অসামঞ্জস্যপূর্ণ তথ্য সরবরাহ করে।

তিনি বলেন, 'ফলে উৎপাদন বা চাহিদার ওইসব তথ্য দিয়ে আমরা বিভিন্ন বিষয়ে যখন সিদ্ধান্ত নিচ্ছি, তখন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।'

তবে আগামী রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে—আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, খেজুর, ছোলা, ডালসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছি। সেই প্রস্তুতি আমাদের আছে।

আজ মঙ্গলবার দুপুরে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে প্রাইজ গিভিং সিরিমনি অব ইফআরএফ-প্রাণ ২০২৪ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

গত ১৫ বছরে টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, 'গত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে।'

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'সম্প্রতি আমরা সয়াবিন তেলের দাম বাড়িয়েছি। তবে সেটা সাধারণ ক্রেতার জন্য কষ্টসাধ্য হলেও বাস্তবতার জন্য দরকার ছিল। এটা না করলে বাজারে ব্যাপক সংকট তৈরি হতো, ঘাটতি বেড়ে যেত। যে কারণে এখন আমরা অন্য কোনো পণ্যের দাম কমিয়ে সেটা সমন্বয়ের চিন্তা করছি।'

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

Comments

The Daily Star  | English

Excavators leave, manual demolition goes on at Dhanmondi-32 house

By noon, most of the inner walls had been torn down but the structure remained

2h ago