বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট
বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী এ রিট পিটিশন দাখিল করেন।
রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেওয়ার আবেদন জানানো হয়।
এর আগে অবশ্য ২০১৭ সালে একই ধরনের একটি রিট আবেদন খারিজ করেন আদালত।
অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলী তার আইনজীবী মো. আকলাস উদ্দিন ভূঁইয়ার মাধ্যমে জমা দেওয়া এ আবেদনে বলেন, ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি তৈরি হচ্ছে।
অ্যাডভোকেট আকলাস উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে করলে সংশ্লিষ্ট আইনে বাংলাদেশে কোনো টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার ক্ষমতা সরকারের আছে।'
আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের শুনানি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলীর দায়ের করা একটি রিট আবেদন ২০১৭ সালের ২৯ জানুয়ারি খারিজ করেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।
Comments