রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি

প্রতীকী ছবি। ফাইল ফটো স্টার

নিজেদের চ্যালেঞ্জ সমাধান ও জীবিকা নির্বাহের পথ নিশ্চিতের লক্ষ্যে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভে তাদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান পরিষদের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো-

রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান: বিদ্যমান রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় ইলেকট্রিক মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধনের পাশাপাশি চালকদের লাইসেন্স ও রুট পারমিটের আহ্বান জানিয়েছে পরিষদ।

যানবাহনের আধুনিকায়ন: তারা ব্যাটারিচালিত যানবাহনের কারিগরি ত্রুটি দূর করা এবং দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে আধুনিকায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ: ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে আহত বা নিহত সকল শ্রমিকের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে পরিষদ।

চার্জিং স্টেশন স্থাপন: বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে সারাদেশে ডেডিকেটেড চার্জিং স্টেশন স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

শ্রমিক সুবিধা: তারা সেনাবাহিনীর মতো রেশনিং, পেনশন স্কিম এবং সকল শ্রমিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা।

বিক্ষোভকারীরা যুক্তি দিয়েছিলেন যে ব্যাটারিচালিত যানবাহনগুলো লাখ লাখ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের এবং টেকসই পরিবহন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অবিলম্বে দাবি মানা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

2h ago