সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে শাহরিয়ার (২১), নূর হোসেন (১৮), তুষার (১৯), সিজান (১৯), তানিম (২১), দেওয়ান নাঈম (২৩), নিরব (২১) ও আরাফাতের (২১) নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে একে অপরকে ধাওয়া করে, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়।

এ সময় সায়েন্সল্যাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতরা জানান, আজ ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে দুপুড় আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থীরা একে একে বের হয়ে যায়। তিনটি বাস সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে সিটি কলেজের শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে অনেককে মারধর করে।

তবে কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে, আহত শিক্ষার্থীরা তা জানাতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে জানান, ১১ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা সেখানে অবস্থান করছেন।

বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।'

 

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago