পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের ক্ষোভের মুখে পড়লেন স্বাস্থ্য উপদেষ্টা

পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ। ছবি: আনিসুর রহমান/স্টার

পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আহতদের অনেকে হাসপাতাল থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে উপদেষ্টার পথরোধ করেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই হাসপাতাল থেকে বের হতে সক্ষম হন উপদেষ্টা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আন্দোলনে আহতদের দেখতে যান।

তারা সেখানে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন এবং দুপুর ২টার দিকে ফেরার সময় তারা ক্ষোভের মুখে পড়েন।

পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালের চতুর্থ তলায় রোগীদের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সে সময় ভিড়ের মধ্যে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে একদল লোক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। 

স্বাস্থ্য উপদেষ্টা ও হাইকমিশনার অফিসের কর্মকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলা ছাড়াই হাসপাতাল থেকে বের হয়ে যেতে বাধ্য হন। 

পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 

এ হাসপাতালে যুক্তরাজ্যের দুজন চিকিৎসক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

হাসপাতাল পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, 'যুক্তরাজ্য থেকে আসা দুই চিকিৎসক হাসপাতালে আহত ৮৫ রোগীকে দেখেছেন। আজকের দিন পর্যন্ত তারা ১৬ জনের সার্জারি করেছেন এবং আগামীকাল আরও দুজনের সার্জারি করবেন।'
 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago