কপ-২৯ সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে ড. ইউনূস। ছবি: ইউএনবি
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে ড. ইউনূস। ছবি: ইউএনবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অফ পার্টিস-২৯ (কপ২৯) সম্মেলনের ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গে বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি ও বাসস।

পাশাপাশি তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে অংশ নেওয়ার সম অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন বলে জানা গেছে।

অধ্যাপক ইউনূস এখন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।

গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান।

তিনি কপ২৯ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং একাধিক সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কীভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনটি এমন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা তেল শিল্পের জন্মস্থান বলে পরিচিত।

সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ অংশ নিতে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

17m ago