আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, প্রশাসনের জিম্মায় ৮৪ রোহিঙ্গা

তাদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

বান্দরবানে আলীকদম উপজেলার কুরুকপাতা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮৪ রোহিঙ্গাকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সীমান্তের ওপারে আরও রোহিঙ্গা অনুপ্রবেশে অপেক্ষায় আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করে। তাদের মধ্যে ৩১ জন শিশু।

প্রশাসন সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ ডেইলি স্টারকে জানান, 'বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।'

ইউএনও রুপায়ন দেব বলেন, 'গতকাল থেকে এ পর্যন্ত ৮৪ রোহিঙ্গাকে আমাদের জিম্মায় রাখা হয়েছে।'

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের ওপারে অনেক রোহিঙ্গা এখনো অনুপ্রবেশের অপেক্ষায় আছে। আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চলছে।

আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

51m ago