আগামী নির্বাচন হতে হবে গণপরিষদের নির্বাচন: রাষ্ট্র সংস্কার আন্দোলন
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, আগামী নির্বাচন হতে হবে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন।
আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'রাষ্ট্র সংস্কার সমাবেশে' বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
দলের শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক সাখাওয়াত হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম শ্রীমঙ্গল উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, 'শহীদ আসাদ, নূর হোসেনের পথ ধরে আবু সাঈদ-মুগ্ধরা আমাদের সামনে আবারও সুযোগ করে দিয়েছে, কলোনিয়াল জুলুমের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মর্যাদা ও ইনসাফ এর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকারের অধীনেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ এবং সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।'
'সেজন্য সংস্কারের আগে কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন,' যোগ করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কীম, কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রবাসী নেতা তৌকির আহমেদ চৌধুরী প্রমুখ।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলার নবগঠিত ২১ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন (মাস্টার), সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন অজিত বোনার্জী।
Comments