ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি: হাসনাত আবদুল্লাহ

রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে 'ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ' থেকে এই কর্মসূচি শুরু হয়।

মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত আছেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, 'ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে৷'

হাসনাত বলেন, 'ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই৷ শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট৷'

এসময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে৷ এ কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে উঠে ফ্যাসিস্ট৷ এ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঞ্চে কবিতা আবৃত্তি করেন।

এদিকে কর্মসূচি ঘিরে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ থাকায় আশেপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতা।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago