ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

ইউপিডিএফ কর্মীদের পিকেটিং। ছবি: সংগৃহীত

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে উপজেলা সদরগুলোতে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

এছাড়া জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন পিকেটাররা।

গতকাল বুধবার খাগড়াছড়ির পানছড়ির শুকনাছড়ি এলাকায় সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা নামে ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়।

পরে সংগঠনের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক নিরন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপিডিএফের আরেকটি (গণতান্ত্রিক) গ্রুপ এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে।

বিজ্ঞপ্তিতে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

6h ago